
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর এলাকা।
রবিবার সকালে সমবায় নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় বেশ কয়েকজন ভোটারকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
ভোটারদেরকে মারধর করা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২-৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন রয়েছে ৪৩ টি। গত নির্বাচনে ওই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস ৭ টি ,কংগ্রেস ১৪ টি এবং বাকি আসনগুলিতে বাম প্রার্থীরা নির্বাচিত হয়েছিল। এবছর বাম এবং কংগ্রেস প্রার্থীরা জোট করে নির্বাচনে লড়ছে। অন্যদিকে ৪৩ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১১০০ জন। এই নির্বাচনে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, সকাল ১১ টা থেকে নিশীথ বরণী সিনহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে যখন নথিভুক্ত ভোটাররা ভোট দান কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময়ে হটাৎই বহিরাগত কিছু দুষ্কৃতী এসে ভোটারদেরকে ব্যাপক মারধর করা শুরু করে। এরপরই ওই এলাকায় পৌঁছে যান বাম-কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বরা।
তবে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত থাকায় বড় কোনও অপ্রীতকর ঘটনা ঘটেনি। দুষ্কৃতীরা সমবায় সমিতির আশেপাশে থাকা কিছু জিনিস এবং চেয়ার-টেবিল ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করা শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত কিছু পুলিশ কর্মীর কাছ থেকে দুষ্কৃতীরা লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ অশান্তি সৃষ্টিকারীদের লাঠিচার্জ করে এলাকা ছাড়া করে দেয়।
এরপর থেকে ওই সমবায় সমিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। রবিবার সন্ধ্যে নাগাদ ওই সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ হবে।
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত